কাল সারাদেশ ছিল প্রার্থনায়। পুরো ক্রিকেট দুনিয়াটাই যেন ক্ষণিকের জন্য এক হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জন্য প্রার্থনায়। গাজীপুরের কেপিজে হাসপাতালে ছিল মানুষের ভিড়। তবে আজ মঙ্গলবার সকালে তা কিছুটা কম।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেছিল কালই। হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে, কথাও বলেছেন। এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। তাঁকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে।
আজ সকালে তামিমের কী অবস্থা? কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, কার্ডিয়াক কেয়ার ইউনিটেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাকে কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার হৃদয়ে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ