উচ্ছ্বাসের চূড়া থেকে হতাশার তলানি। আট বছরের ব্যবধানে দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এমনই এক বিপরীতমুখী অভিজ্ঞতার মুখোমুখি ফখর জামান। ২০১৭ আসরের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি ছিলেন পাকিস্তানের শিরোপা জয়ের নায়ক। এবার দেশের মাঠে তার টুর্নামেন্ট শেষ প্রথম ম্যাচেই। চোট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফখরের ছিটকে পড়ার খবর পুরোনো। নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে তার একটি ভিডিও, যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়ে তার ড্রেসিং রুমে ফেরার ভিডিও সেটি। সিড়ি দিয়ে হতাশ পদক্ষেপে তিনি উঠে গেলেন ধীরে ধীরে। অবসন্ন শরীরকে টেনে নিচ্ছিলেন যেন কোনোরকমে। ড্রেসিং রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। একটু পরে দেখা গেল, প্যাড না খুলেই সোফায় বসে দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছেন তিনি। তখন তার মাথায় হাত বুলিয়ে ও পিঠ চাপড়ে দিচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদি পরে পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন ফখরকে। কিন্তু বাঁহাতি ওপেনার ফখর নিজেকে সামলাতে পারছিলেন না কোনোভাবেই। ফখরের ছিটকে পড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আরও অনেক পরে। তবে তিনি নিজে অনেক আগেই বুঝে গিয়েছিলেন তার ভাগ্য।
এই আসরে পাকিস্তান দলের বড় ভরসা ছিলেন ফাখর। বিশেষ করে শুরুতে দ্রুত রান তোলার জন্য তার দিকেই তাকিয়ে ছিল দল। কিন্তু প্রথম ম্যাচের দ্বিতীয় বলেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। লম্বা সময় আর ফিল্ডিং করতে পারেননি। শেষ দিকে মাঠে ফিরলেও ইনিংস ওপেন করার জন্য যথেষ্ট সময় থাকতে পারেননি মাঠে। পরে ব্যাটিংয়ে নামতে হয় তাকে চার নম্বরে। ব্যাটিং পজিশনের কারণে হোক বা চোটের অস্বস্তিতে, নিজের সহজাত ব্যাটিং তিনি করতে পারেননি। আউট হয়ে যান ৪১ বলে ২৪ রান করে। ড্রেসিং রুমে ভেঙে পড়লেও পরে সামাজিক মাধ্যমে ফখর প্রত্যয় জানান দলের পাশে থাকার।
তিনি বলেন, “পাকিস্তানকে সবচেয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারা এই দেশের প্রতিটি ক্রিকেটারের জন্য সম্মান ও স্বপ্নের। পাকিস্তানকে গর্বের সঙ্গে তুলে ধরার সুযোগ অনেকবার পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। দুর্ভাগ্যজনকভাবে, এখন আমি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে চলে গেছি, তবে অবশ্যই আল্লাহ সেরা পরিকল্পনাকারী। সুযোগের জন্য কৃতজ্ঞ। ঘরে থেকে সবুজ জার্সির ছেলেদের পাশে থাকব। মাত্রই শুরু হলো, এই ধাক্কার চেয়ে ঘুরে দাঁড়ানো হবে আরও বেশি শক্তিশালী।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ