রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখল বার্সেলোনার মেয়েরা। গোল উৎসব করে টানা চতুর্থবারের মতো জিতল স্প্যানিশ সুপার কাপ।
স্পেনের লেগানেসে রবিবারের (২৬ জানুয়ারি) ফাইনালে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারানো বার্সেলোনা শিরোপা লড়াইয়ে কারোলিন গ্রাহাম হানসেনের একটি ও ইভা পায়োরের দুইটি গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর ব্যবধান বাড়ান পাত্রি গুইহারো ও আলেক্সিয়া পুতেয়াস।
নারী ফুটবলে রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ বারের দেখায় সবকটিতে জিতল বার্সেলোনা। দুই দল ফাইনালে মুখোমুখি হলো এবারই প্রথম। এই মাসের শুরুর দিকে সৌদি আরবে ছেলেদের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। মৌসুমের প্রথম দুইটি ক্লাসিকোই জিতেছে কাতালান দলটি।
২০১৯-২০ মৌসুমে নতুন আঙ্গিকে মেয়েদের স্প্যানিশ সুপার কাপ শুরুর পর ছয়বারের পাঁচবারই ট্রফি জিতল বার্সেলোনা। গত মৌসুমে প্রথমবারের মতো ‘কোয়াড্রপল’ অর্থাৎ চার শিরোপা জয়ের পর চলতি মৌসুমেও তেমন কিছুর পথে প্রথম ধাপ পার হলো দলটি।
এই মৌসুমে লিগা এফ-এ ১৬ ম্যাচের সবকটি জিতে বার্সেলোনা শীর্ষে আছে রেয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে। কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছেন পুতেয়াসরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ