অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল হতে এখনো দুই ধাপ বাকি। কিন্তু তার আগেই যেন ফাইনালের রুদ্ধশ্বাস উত্তাপ দেখার সুযোগ পাচ্ছেন টেনিসপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালে টেনিসের বর্তমান ও ভবিষ্যৎ তারকার মুখোমুখি বলে কথা।
শেষ আটে আগামী ২১ জানুয়ারি কোর্ট জয়ের লড়াইয়ে নামবেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাস। নিজ নিজ ম্যাচ জেতায় কোয়ার্টারেই মুখোমুখি হচ্ছেন দুই তারকা। লড়াইটা হবে ২৪ বনাম ৪ গ্রান্ড স্লামের।
২৪ গ্র্যান্ড স্লামের ১০টিই অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন জোকোভিচ। এবার ১১তম শিরোপা জয়ের পথে শেষ ষোলোয় সরাসরি সেটে জয় পেয়েছেন টেনিস কিংবদন্তি। ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকার বিপক্ষে সহজ জয় পেয়েছেন সার্বিয়ান তারকা।
এ জয়ে কিংবদন্তি রজার ফেদেরারের একটা রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। দুজনই ১৫ বারের মতো হার্ডকোর্টের শেষ আটে উঠেছেন। শেষ ষোলোয় সহজ জয় পেলেও কোয়ার্টার ফাইনালের জয়টা সহজ হবে না জোকোভিচের। তার প্রতিপক্ষ আলকারাসও যে দুর্দান্ত ছন্দে আছেন।
শেষ ষোলোর ম্যাচে ওয়াকওভারে জয় পেয়েছেন টেনিসের শীর্ষ তিন নম্বর তারকা আলকারাস। ব্রিটিশ তারকা জ্যাক ড্রেপার ৭-৫, ৬-১ গেমে পিছিয়ে থাকার সময়ে চোটের কারণে আর কোনো নামেননি। এতে জয় পান ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাস।
বিডি প্রতিদিন/মুসা