সম্প্রতি মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতলেও উইকেট নিয়ে হয় সমালোচনা। চাপা অসন্তোষ নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। পাকিস্তানের অধিনায়ক ও কোচ সিরিজ শেষে সরাসরিই বলেছেন, মিরপুরের উইকেট আইসিসি টুর্নামেন্টের জন্য আদর্শ নয়। তাই আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ ঘিরে এবার আটঘাট বেঁধে নামছে ক্রিকেট বোর্ড। সর্বশেষ আসরে এক ভেন্যুতে হলেও এবার খেলা গড়াবে তিন ভেন্যুতে, থাকবেন বিদেশি ক্রিকেটারও। মূলত এ টুর্নামেন্ট দিয়ে স্থানীয় খেলোয়াড়দের ভালোভাবে গড়ে তুলতে এবার ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৬ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি বিবেচনায় ভালো উইকেটে ম্যাচ আয়োজনের দিকে বিসিবি জোর দিয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার রেশ ধরেই হয়তো মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমি মনে করি যে, বেস্ট পসিবল সাইট সবসময় খেলবে এবং বেস্ট পসিবল রেজাল্ট নিয়ে সবসময় বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার। কন্ডিশনগুলো অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাওয়া যাবে সেখানেই খেলে কনফিডেন্ট বাড়াতে হবে। তবে আমার মনে হয়, বিশ্বকাপের আগে ট্রু স্পোর্টিং উইকেটে খেলে যাওয়াটা উচিত হবে।’ ২০২৬ বিশ্বকাপ টি-২০ টুর্নামেন্টকে টার্গেট করে এশিয়া কাপের মাঝামাঝিতেই শুরু হবে এনসিএল-২০। তাই টুর্নামেন্টে পারফর্ম করতে পারলে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের মিলতে পারে বিশ্বকাপ টি-২০ টিকিট, এমনটাই জানিয়েছেন এ বিসিবি কর্মকর্তা। গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য সিলেটের একটি ভেন্যুতে এ টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে এ টুর্নামেন্ট বেশ সুনামও কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এশিয়া কাপের মাঝেই মাঠে গড়াবে এনসিএল। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টকে ঘিরে বড় পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। আগের বছরের মতো এবারও মোট আটটি দল, সাতটি বিভাগীয় শহর এবং ঢাকা মেট্রো এ টুর্নামেন্টে অংশ নেবে। এটি আনুষ্ঠানিক টি-২০ টুর্নামেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে।
শিরোনাম
- কবে হচ্ছে ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
- গবেষণা ও উদ্ভাবনে কেনিয়া-ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ
- এশিয়া কাপে আচরণবিধি ভেঙে শাস্তি মুজিব-নুরের
- সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ
- কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল
- যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
- যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ সাতজন গ্রেফতার
- বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, ব্যাপক সহিংসতা
- রাজধানীর মোহাম্মদপুরে মাদক-বিস্ফোরকসহ তিনজন আটক
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে দ্বিতীয়
- সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই
- হঠাৎ ভুলে যাওয়া থেকে মুক্তির চার উপায়
- আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য
- আন্দোলনের মুখে রাবিতে পোষ্যকোটা স্থগিত
- “১০-১৫ রান কম হয়েছে”: হারের পর স্বীকারোক্তি শ্রীলঙ্কার অধিনায়কের
- “সাইফ পারবে, আমি জানতাম”: ম্যাচ জয়ের পর আরও যা বললেন লিটন
- সাকিবকে পেছনে ফেললেন লিটন
- ম্যাচসেরা সাইফ, গেমচেঞ্জার হৃদয়
এনসিএল টি-২০
তিন ভেন্যুতেই স্পোর্টিং উইকেট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর