২৮ বছর পর ইতালির মেয়েদের ইউরোর ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল। দুর্ভাগ্য তাদের, খুব কাছে গিয়েও হতাশায় মাঠ ছাড়তে হলো। ফাইনালে ফের জায়গা করে নিল ইংল্যান্ডই। মঙ্গলবার রাতে নারী ইউরোর প্রথম সেমিফাইনালে ইতালিকে তারা ২-১ গোলে হারায়। এ নিয়ে টানা তিন বড় আসরে ফাইনালে পৌঁছে গেলেন ইংলিশ মেয়েরা। ২০২২ সালে ইউরোতে শিরোপা জিতেছিল তারা। পরের বছর বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যায়।
কপাল খারাপ থাকলে যা হয়। তাই ঘটেছে ইতালির মেয়েদের। ৩৩ মিনিটে বারবার বোনান্সেয়ারের গোলে এগিয়ে যায় তারা। সেই ব্যবধান নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ে ৫ মিনিট পর্যন্ত ধরে রাখে।
এরপরই কপাল পোড়ে। ইংল্যান্ডের বদলি নামা মিশেল আগেমাং ৯৬ মিনিটে গোল করে সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটের আগে বদলি নামা আরেক খেলোয়াড় কেলি গোল করে নাটকীয়ভাবে ইংল্যান্ডকে ফাইনালে নিয়ে যান।