ইংলিশ প্রিমিয়ার লিগে কেভিন ডি ব্রুইনের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার গভীর রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্ডিওলার দল। ম্যাচের ৩৫ মিনিটে জয়সূচক গোলটি করেন ডি ব্রুইন। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে ৩ নম্বরে উঠে এসেছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত সপ্তাহেই লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। এখনো তাদের হাতে রয়েছে ৪ ম্যাচ। ম্যানসিটির সামনে ছিল শীর্ষ চারে থাকার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হওয়ার পথেই ছুটছে দলটা।
তবে নিউক্যাসল, চেলসি, নটিংহ্যাম ফরেস্ট এবং অ্যাস্টন ভিলাও আছে লড়াইয়ে।