প্রথম ম্যাচে হারের পর টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন ওপেনার জাওয়াদ আবরার। তার ১১৩ রানের ইনিংসে চতুর্থ ম্যাচে লঙ্কান যুবাদের ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এতে সিরিজে ৩-১ এ এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। গতকাল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে জাওয়াদ ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। তার ১৪ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৩৬ রান করে টাইগার যুবারা।
এর আগে দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের সেঞ্চুরির ইনিংস খেলেন জাওয়াদ। তৃতীয় ৩৫ বলে ৩৮ রানের পর আবার সেঞ্চুরির দেখা পেলেন যুব ওয়ানডেতে দেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ এ ওপেনার। এর আগে ওপেন করতে নেমে দুটি করে সেঞ্চুরি করেন অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান। দলের হয়ে ৭৭ বলে ৮২ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন রিজান হোসেন। অধিনায়ক আজিজুল হাকিম ২৩, আবদুল্লাহ ৩২ ও বশির ২৩ রানের ইনিংস খেলেন। লঙ্কানদের হয়ে রশিথ নিমসারা ৩টি, থারুশা নভদয়া ২টি ও সানুজা নিন্দুওয়ারা ১ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানের মধ্যেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভিমাথ দিনসারার দল। ১৯০ রানে থামে লঙ্কানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক। দিনসারা ছাড়া চামিকা হিনাতিগালা করেন ১৮ বলে ৩০ রান। এ ছাড়া কাভিজা দিমানশিথ ২৩ ও রশিথ নিমসারা ৩৯ রানের ইনিংস খেলেন। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আল ফাহাদ। সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম দুটি করে এবং সামিউন বশির, দেবাশিষ দেবা ও কালাম সিদ্দিকী উইকেট নেন একটি করে।