চলমান বিপিএলে চিটাগং কিংসের জার্সিতে খেলছেন অ্যালিস ইসলাম। দুর্দান্ত বোলিং করছেন তিনি। ১১ উইকেট শিকার করেছেন চিটাগংয়ের হয়ে। তার দলও ভালো পারফর্ম করছে। পয়েন্ট তালিকায় গতকালের ম্যাচের আগে দুই নম্বরে ছিল দলটা। চলমান আসরে নিজেদের অন্যতম ফেবারিট হিসেবে প্রমাণ করেছে দলটা। তবে অ্যালিস ইসলামকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে মিরপুরে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাকে। এ পরীক্ষায় পাস করতে ব্যর্থ হলে নিষেধাজ্ঞায় পড়তে হবে অ্যালিসকে। এর আগেও তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়েছিল।
তা ছাড়া ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের জার্সিতে খেলার সময়ও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার কি পার পাবেন অ্যালিস ইসলাম!