সিলেটের আছে নানা পরিচয়। অলি-আউলিয়াদের পদমুখরিত পুণ্য ভূমি হিসেবে বিশেষ পরিচিত এ অঞ্চল। তবে চায়ের রাজ্য নামেও খ্যাতি কম নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব চলছে এই চায়ের রাজ্যে। গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে লড়াই। প্রথম দিন সিলেটের দর্শকরা দেখেছেন রানের বন্যা। পরের দিন (৭ জানুয়ারি) দেখেছেন অল্প রানের ইনিংস। তবে দুই দিনই দর্শকরা জমিয়ে রেখেছেন বিপিএল।
ঢাকায় টিকিট নিয়ে অব্যবস্থাপনায় বেশকিছু দুর্ঘটনা ঘটে গেছে। টিকিট বুথ ভাঙচুর আর আগুন লাগানোর মতো ঘটনাও ঘটিয়েছেন ক্ষুব্ধ সমর্থকরা। তবে ঢাকার বেশ কয়েকটি ম্যাচ ছিল দর্শকশূন্য। সিলেটে চিত্র পুরোপুরিই বিপরীত। এখানে প্রতিটা ম্যাচই হচ্ছে উৎসবমুখর পরিবেশে। দর্শকরা এসে গ্যালারি পূর্ণ করছেন। স্টেডিয়ামের বাইরেও আছে দর্শকদের উপস্থিতি। এখানে তেমন কোনো বিশৃঙ্খলা নেই। সবাই যার যার মতো করে স্টেডিয়ামে আসছেন, আবার উৎসব করতে করতেই ফিরে যাচ্ছেন আপন ঠিকানায়। তবে টিকিট নিয়ে হাহাকার আছে সিলেটেও। চার দিকেই ফিসফিসানি চলে। সিলেটি উচ্চারণে একে অপরকে জিজ্ঞেস করে, ‘টিকিট পাইছো নি?’ সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ ঘিরে থাকে দারুণ আগ্রহ। টিকিটের জন্য ব্যাংকে লম্বা সিরিয়াল পড়ে। ম্যাচের আগে স্টেডিয়াম ঘিরে উৎসবের রং চোখে পড়ে। শিল্পীরা রং-তুলি নিয়ে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে থাকেন। নানা রকমের বাক্য লিখে প্ল্যাকার্ড তৈরি করেন বিক্রির আশায়। এ ছাড়া পতাকা, জার্সি, টুপি বিক্রেতারা তো আছেনই। বাংলাদেশের আকর্ষণের অন্যতম কেন্দ্র এখন সিলেট। বিপিএল তো আছেই। আছে মিজানুর রহমান আজহারির ওয়াজ। এই ওয়াজ ঘিরেও দারুণ উৎসাহ-উদ্দীপনা সিলেট শহরে।
জমজমাট এই বিপিএলে গতকাল ছিল বিরতি। কোনো কোনো দল অনুশীলন করেছে। আবার কেউ কেউ বিশ্রামে ছিল। শীর্ষস্থানে থাকা রংপুর রাইডার্সও ছিল বিশ্রামে। টানা পাঁচ ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে দলটা। তবে সামনের ম্যাচগুলোতেও ভয়ংকর রূপেই মাঠে দেখা দিতে চায় রংপুর রাইডার্স। আজ তারা দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ফরচুন বরিশালের। বিপিএলের ডিফেন্ডিং এ দল চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। একমাত্র ম্যাচ হেরেছে রংপুর রাইডার্সের কাছে (ঢাকা পর্বে)। সিলেট পর্বে দুই দলের লড়াই নিয়ে বেশ আগ্রহ আছে। চলমান বিপিএলে দুটো দলই ফেভারিট। ঢাকায় ফরচুন বরিশালকে ৮ উইকেটে একরকম উড়িয়েই দিয়েছিল রংপুর রাইডার্স। সিলেটে কী অপেক্ষা করছে দল দুটির জন্য? ব্যাটে-বলে দুরন্ত এক দল রংপুর রাইডার্স। একের পর এক ম্যাচে নিজেদের প্রমাণ করেছে তারা। দলটির প্রধান শক্তির কথা জানিয়েছেন নাহিদ রানা। তার মতে, ক্রিকেটারদের পরস্পরের সঙ্গে নিবিড় সম্পর্কটাই সাফল্যের রহস্য। তা ছাড়া কোচদের দেওয়া পরিকল্পনাও ঠিকভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন তারা। এতেই ধরা দিচ্ছে সফলতা। আজ অবশ্য কঠিন পরীক্ষাই দিতে হবে রংপুর রাইডার্সকে।
সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। ঢাকা ক্যাপিটালস টানা চার ম্যাচ পরাজিত হয়েছে। এখনো তাদের শূন্য হাত। শীর্ষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই দলটার। চিটাগং কিংসের অবস্থান দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে।
পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় পরা. পয়েন্ট রানরেট
রংপুর রাইডার্স ৫ ৫ ০ ১০ +২.০০৬
ফরচুন বরিশাল ৪ ৩ ১ ৬ +১.১১৫
খুলনা টাইগার্স ২ ২ ০ ৪ +১.৪২৫
চিটাগং কিংস ২ ১ ১ ২ +১.৭০০
দুর্বার রাজশাহী ৪ ১ ৩ ২ -১.৬৫৩
ঢাকা ক্যাপিটালস ৪ ০ ৪ ০ -১.৮১২
সিলেট স্ট্রাইকার্স ৩ ০ ৩ ০ -২.৪০৩