গুগল তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক গণিত প্রোগ্রাম AlphaGeometry2 তৈরি করেছে, যা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO)-এ স্বর্ণপদক জয়ীদের তুলনায় ভালো পারফর্ম করতে সক্ষম। এই উন্নত প্রযুক্তি ৮৪ শতাংশ জ্যামিতিক সমস্যা সমাধান করতে পারে, যেখানে IMO-তে স্বর্ণপদক বিজয়ীরা গড়ে ৮১.৮ শতাংশ সমস্যার সমাধান করতে পারেন।
IMO-এর সমস্যা সমাধান করা অত্যন্ত কঠিন, কারণ এতে গভীর গণিতগত ধারণার প্রয়োজন হয়। এতদিন এআই মডেলগুলোর জন্য এগুলো চ্যালেঞ্জস্বরূপ ছিল। গুগলের ডিপমাইন্ড (DeepMind) দল গত বছর জানুয়ারিতে AlphaGeometry-এর প্রথম সংস্করণ প্রকাশ করে, যা তখন রৌপ্যপদক জয়ীদের স্তরে পারফর্ম করেছিল। তবে এক বছর পর, গুগল দাবি করছে, তাদের নতুন আপগ্রেডেড সিস্টেম এখন স্বর্ণপদক বিজয়ীদের গড় দক্ষতার চেয়েও এগিয়ে গেছে।
নতুন প্রযুক্তির উন্নতি কীভাবে হলো?
গুগল জানিয়েছে, AlphaGeometry-এর মূল ভাষাকে আরও উন্নত করা হয়েছে, যাতে এটি কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারে। এর মধ্যে রয়েছে বস্তুর গতি সম্পর্কিত সমস্যা, কোণের রৈখিক সমীকরণ, অনুপাত এবং দূরত্ব নির্ণয়ের মতো জটিল বিষয়। ‘এতে নতুন সংযোজনের ফলে ২০০০-২০২৪ সালের IMO জ্যামিতিক সমস্যাগুলোর মধ্যে AlphaGeometry-এর কভারেজ হার ৬৬ শতাংশ থেকে ৮৮ শতাংশে উন্নীত হয়েছে,’ জানিয়েছে গুগল।
গুগলের অত্যাধুনিক Gemini AI টুলের মাধ্যমে AlphaGeometry2-এর সার্চ প্রসেস আরও উন্নত করা হয়েছে, যা ভাষাগত মডেলিং সক্ষমতাও বাড়িয়েছে।
গুগলের গবেষকরা আরও জানান, নতুন প্রযুক্তির মাধ্যমে এখন এআই জ্যামিতিক বস্তুকে স্থানান্তরিত করে সমস্যা সমাধান করতে পারে। উদাহরণস্বরূপ, এটি একটি বিন্দুকে সরিয়ে ত্রিভুজের উচ্চতা পরিবর্তন করতে সক্ষম, পাশাপাশি এটি রৈখিক সমীকরণও সমাধান করতে পারে।
এখনো কী উন্নতির প্রয়োজন?
যদিও AlphaGeometry2 অবিশ্বাস্যভাবে ৮৪ শতাংশ জ্যামিতিক সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে, তবুও গুগল মনে করছে, এখনও অনেক উন্নতির সুযোগ রয়েছে। গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বর্তমান ভাষাগত কাঠামো চলমান বিন্দুর সংখ্যা, অরৈখিক সমীকরণ এবং অসমতার সমস্যাগুলোর সমাধানে সক্ষম নয়, যা সম্পূর্ণ জ্যামিতিক সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ।
গবেষকরা বলছেন, তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় জ্যামিতিক সমস্যা সমাধানের ব্যবস্থা তৈরি করা, যেখানে কোনো ধরনের ভুল থাকবে না। পাশাপাশি, সমাধানের গতি বৃদ্ধি ও নির্ভরযোগ্যতা বাড়ানোও লক্ষ্য। AlphaGeometry2-এর এই উন্নতি গণিতের জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল