হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সাধারণ মানুষকে নানা ধরনের চিকিৎসা পরামর্শ দেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৩ এর রেজিস্ট্রার ডা. মাহবুব আলম মির্জা। গত চার বছর ধরে তিনি এভাবে সেবা দিচ্ছেন। ডা. মাহবুব আলম বলেন, ‘গৌরনদীর বাসিন্দা একজন অসুস্থ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। ওই রোগীর সঙ্গে কোনো স্বজন ছিল না। একপর্যায়ে ওই রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। কোনোভাবে তাঁর স্বজনদের সন্ধান খুঁজে পাইনি। তখন চিন্তা আসে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে তাঁর ছবি দিয়ে পরিচয় নিশ্চিত জানা যেত। এভাবেই শুরু।’ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির সুবাদে অনেকে চিকিৎসাসেবার জন্য তাঁকে কল দেন। কিন্তু ব্যস্ততার কারণে সব কল রিসিভ করা সম্ভব হয় না। এর সমাধানে ‘স্বাস্থ্য গ্রুপ গৌরনদী আগৈলঝাড়া’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন তিনি। বর্তমানে গ্রুপে ৮৪৪ জন সদস্য রয়েছেন। ডা. মাহবুব আলম মির্জা বলেন, ‘অনেকের সাধারণ কিছু সমস্যা হয়। সেই সমস্যার জন্য চিকিৎসকের কাছে আসতে হয় না। রোগীর উপসর্গ জানালে আমি পরামর্শ দিই।’ এর মাধ্যমে রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। এ ছাড়াও গ্রুপের মাধ্যমে বিভিন্ন রোগ, রোগের ধরন ও প্রতিকার সম্পর্কেও পরামর্শ দিয়ে থাকেন। তিনি বলেন, ‘রোগীর গোপনীয়তা রক্ষা করা হয়। যে কোনো রোগী গ্রুপে তাঁর নম্বরে রোগের ধরন ও উপসর্গ জানিয়ে মেসেজ দিলে তিনি তাঁর সমাধান গ্রুপে লিখে দেন।’ তাঁর গ্রুপে ৫০০ ডায়াবেটিকস রোগী রয়েছেন। তার মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ নিয়ে তাঁরা সুস্থ রয়েছেন। সরাসরি চিকিৎসকের কাছেও যেতে হচ্ছে না। এতে ওই রোগীরা বাড়তি ব্যয় থেকেও রক্ষা পাচ্ছেন। অনেক রোগী তাঁর রোগের চিকিৎসাসেবা নিয়েও পরামর্শ নেন। তিনি গ্রুপের মাধ্যমে কোথায় গেলে চিকিৎসা পাবেন, অস্ত্রোপচার প্রয়োজন রয়েছে কি না ও অস্ত্রোপচার করতে হলে কোথায় করতে হবে এবং ব্যয় কত হবে সেটিও জানিয়ে দেন। গ্রুপের একাধিক সদস্য জানিয়েছেন, যে কোনো রোগ সম্পর্কে গ্রুপে লিখলেই বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচ্ছে। এতে একদিকে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে সময় বেঁচে যাচ্ছে। অন্য চিকিৎসকরা যদি এভাবে গ্রুপ খুলে রোগীদের সচেতনতার পাশাপাশি পরামর্শ সেবা দিতেন তাহলে সাধারণ মানুষ আরও উপকৃত হতেন। এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘তাঁর উদ্যোগটি ভালো। এর মাধ্যমে রোগীরা সহজেই সুচিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন।’
শিরোনাম
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
হোয়াটসঅ্যাপে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন ডা. মাহবুব
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর