বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত, তাই তাঁর পদ স্থগিত করা হয়েছে। যে যত বড় নেতাই হোক, দলের অবস্থানের বাইরে গিয়ে কারও ব্যক্তিগত বক্তব্যের দায় দল নেবে না।’
গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, ‘উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাঁকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।’
প্রসঙ্গত, ৩০ আগস্ট বেলা ২টায় সমতল অঞ্চলের ১২ জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ ও মতবিনিময় হবে টাউন হল অডিটোরিয়ামে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।