ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ডাটা জার্নালিজম আধুনিক গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জনগণকে সঠিক সংবাদ পরিবেশন গণতন্ত্র ও জবাবদিহি শক্তিশালী করতে পারে। সাংবাদিকতার প্রতিটি স্তরে তথ্যভিত্তিক উপস্থাপন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে। গতকাল তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ডাটা জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণে এসব কথা বলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুবি ভিসি ড. মো. রেজাউল করিম, খুবির সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।