আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনসহ ছয় দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং লিখিত বক্তব্য পেশ করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ড. আহমদ আবদুল কাদের বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব খুন, গুম, গণহত্যা ও অপর্কমের দ্রুত বিচার করা।
দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ১৫ ফেব্রুয়ারি মধ্যে সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা ও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।