অতীতের দুর্বৃত্তায়ন বাংলাদেশের শিল্প খাতে ব্যর্থতার কারণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ ছাড়া বিদেশে পালিয়ে থাকা বিভিন্ন কারখানা মালিক আওয়ামীল লীগ নেতাদের ধরতে সরকারের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, শিল্প খাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতের দুর্বৃত্তায়ন। যিনি কারখানার মালিক তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি। এভাবেই অতীতে শাসন এবং শোষণ চলেছে।
আওয়ামী লীগ সরকারের আমলে থাকা মন্ত্রী-এমপিদের সম্পদ বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পতিত সরকারের অনেক মন্ত্রী, এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছেন বা আত্মগোপনে আছেন। তাদের বাড়ি, গাড়ি, জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপদেষ্টা বলেন, যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছেন তাদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বলেছি। আমার শ্রমিককে আমি দেখব, মালিকদের এমন মানসিকতা গড়ে ওঠেনি। আমরা সর্বদা শ্রমিকের পক্ষে, আবার মালিককেও দেখার দায়িত্ব আছে। আমরা চাই না শ্রমিক একদিকে, মালিক অন্যদিকে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে। এর পেছনে কারণ ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। সরকারের অবহেলায়ই রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে রেশমা নামে নারী কর্মীকে উদ্ধার করা ছিল সাজানো নাটক।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।