দশ দিনের ব্যবধানে সোনার দাম কমল ভরিতে ৮৭৫ টাকা থেকে ১২৪৮ টাকা পর্যন্ত। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এতে বলা হয়, ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমে দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। ১ হাজার ২০২ টাকা কমায় ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা।
১ হাজার ২৬ টাকা কমে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা। সনাতন পদ্ধতির ভরিতে ৮৭৫ টাকা কমার পর দাম হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।