চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় জ্যাকেট তৈরির একটি কারখানা আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। গতকাল বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতু সংলগ্ন টিকে রোডের এভালন গার্মেন্ট নামে একটি কারখানায় এ আগুন লাগে। কারখানাটির কোয়ালিটি সুপার ভাইজার মো. ইব্রাহিম জানান, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। কোনো ফ্লোরে লোক নেই। সবাই নিরাপদে নেমে গেছেন। ৪র্থ তলায় কাপড় রয়েছে। এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম উদ্দীন রাত নয়টার দিকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪/৫টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসেনি। যার কারণে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা জানা যায়নি। টিম স্টেশনে আসার পর বিস্তারিত জানানো হবে।