২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজারে ৭৪০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। এ রপ্তানি আয় আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি। আগের বছর ২০২৩ সালে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল ৭২৫ কোটি ডলার।
গতকাল এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। তার তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা ৮ হাজার ৩৭১ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। আগের বছর আমদানির পরিমাণ ছিল ৮ হাজার ১৫৯ কোটি ডলারের পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে আড়াই শতাংশের বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২৩ সাল থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এ বাজারে ২০২২ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমান ছিল ৯৮২ কোটি ডলার। দুই বছর আগের তুলনায় গত বছরের রপ্তানির পরিমাণ ২৪ শতাংশ কম।
এ তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০২২ সালে ১০ হাজার ৫৩৫ কোটি ডলার, ২০২৩ সালে ৮১৫৯ কোটি ডলার এবং ২০২৪ সালে ৮৩৭১ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। যেখানে ২০২২ সালে বাংলাদেশের রপ্তানি অংশ ছিল ৯.৩৩ শতাংশ, ২০২৩ সালে ৮.৮৯ শতাংশ এবং ২০২৪ সালে ৮.৮৫ শতাংশ।
এ বিষয়ে মহিউদ্দিন রুবেল বলেন, কভিড-পরবর্তী সময়ে সমস্ত বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বাজার এবং অর্থনীতি পুনর্গঠিত করেছে। এ ছাড়াও শ্রমিক সমস্যা, নিরাপত্তা, সম্মতি, উদ্ভাবন এবং বৈচিত্র্যের সঙ্গে সংকট থেকে ফিরে আসার সক্ষমতা দেখিয়েছে।
ফলস্বরূপ, আমেরিকান ব্র্যান্ডগুলোর কাছে এখনো পছন্দের জায়গায় রয়েছে বাংলাদেশ। আমাদের বিশ্বাস, মার্কিন অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গে আগামী দিনগুলোতেও এ প্রবণতা অব্যাহত থাকবে।