মিয়ানমারের আকিয়াব থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠবোঝাই নৌকা আটকে রেখেছে আরাকান আর্মি। গতকাল পর্যন্ত রাখাইনের মংডু খারাংখালী খালে নৌকাটি আরাকান আর্মির জিম্মায় রয়েছে বলে বন্দরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ স্থলবন্দরে আসার পথে কাঠবোঝাই একটি নৌকা নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জানা গেছে, ১০ ফেব্রুয়ারি টেকনাফ শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে স্পিডবোটে ধাওয়া করে কাঠবোঝাই নৌকাটি ধরে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।
ঘটনার কথা স্বীকার করে টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তিন দিন হলেও একটি কাঠবোঝাই নৌকা এখানে এসে পৌঁছেনি। নৌকাটিতে ৩৫ টন কাঠ রয়েছে। এ ছাড়া ১৬ জানুয়ারির পর ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্যবাহী নৌকা আসেনি। এ বিষয়ে ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ৩৫ টন কাঠ নিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আমার কাছে আসার পথে সে দেশের আরাকান আর্মি স্পিডবোটে ধাওয়া করে নিয়ে গেছে।
গত ১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক হয় পণ্যবাহী তিনটি কার্গো। এর মধ্যে ২০ জানুয়ারি দুটি কার্গো এবং ১ ফেব্রুয়ারি একটি কার্গো ছেড়ে দিয়েছে সশস্ত্র ওই গ্রুপটি।