কিশোরগঞ্জের ভৈরবে কাজ করতে গিয়ে ডান হাত হারানো শিশু নাইম হাসানকে ৩০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দেওয়ার রায় পালন না করায় কারখানা মালিককে তলব করেছেন আপিল বিভাগ। ওই শিশুর বাবার করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আগামী ২১ এপ্রিল এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদালতে শিশুটির পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। তিনি জানান, আদালতের আদেশের যে লঙ্ঘন হয়েছে, সেটি বিবেচনায় নিয়ে কারখানা মালিককে আদালত অবমাননার দায়ে নোটিশ ইস্যু করে কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছেন, যাতে মালিককে ২১ এপ্রিল আপিল বিভাগে হাজির করা হয়।
গত বছরের ৩১ জানুয়ারি হাই কোর্টের দেওয়া রায়ে ১৫ লাখ টাকা এপ্রিল ও বাকি অর্থ ডিসেম্বরের মধ্যে ১০ বছর মেয়াদি এফডিআর করে দিতে নির্দেশ দেওয়া হয়। আর শিশুটির এইচএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে নির্দেশ দেন উচ্চ আদালত। কারখানার মালিককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে মালিকপক্ষ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদন গত ১৯ নভেম্বর খারিজ করে দেন। এর পরও রায় বাস্তবায়ন না করায় শিশুর বাবা আদালত অবমাননার মামলা করেন।
২০২০ সালের ১ নভেম্বর ‘ভৈরবে শিশুশ্রমের করুণ পরিণতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২০ সালের ডিসেম্বরে শিশুটির বাবা হাই কোর্টে রিট করেন।