১০ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে এসে এ তথ্য জানান প্রবাসী প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, রমনা জোনের ডিসির উদ্যোগে আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাই। সেখানে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি দুবাই যাচ্ছেন। সে জন্য আজই আমাদের দাবির বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
খালেদ সাইফুল্লাহ বলেন, পাশাপাশি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কেন আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলছে না, তা নিয়ে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও নির্দেশনা দেওয়া হবে। তিনি আরও বলেন, যেহেতু তারা আমাদের কাছ থেকে সময় নিয়েছে, তাই আমরা আগামী ১০ দিন আমাদের আন্দোলন স্থগিত রাখছি। ১০ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। প্রসঙ্গত, বেলা ১২টার দিকে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয়জন প্রতিনিধিকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনাতে যান রমনা জোনের ডিসি।