ভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতা রমন পার্লামেন্টে বাজেট পেশ করেন। বাজেটে বাংলাদেশের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। এর আগে, ২০২৪-২৫ সালের বাজেটে একই পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছিল। ২০২৩-২৪ সালে সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল ১৫৭ কোটি রুপি। প্রসঙ্গত, বাংলাদেশ ছাড়া অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোট ৬৭৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়। গত অর্থবছরের তুলনায় এ বরাদ্দ ১০০ কোটি রুপি বেশি। এ বছর ভুটানের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। ভুটান পেয়েছে সর্বাধিক ২১৫০ কোটি রুপি। পাশাপাশি ভারত মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে। দেশটির জন্য বরাদ্দ করা হয়েছে ৭০০ কোটি রুপি। এর পরই রয়েছে মরিশাস। দেশটির জন্য বরাদ্দ ৬০০ কোটি রুপি। মিয়ানমারকে দেওয়া হচ্ছে ৩৫০ কোটি রুপি। সব থেকে কম বরাদ্দ দেওয়া হয়েছে আফগানিস্তানকে, মোট ১০০ কোটি।
এবারের বাজেটে প্রতিরক্ষা বাহিনীর জন্য বরাদ্দ রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। মোট বরাদ্দ করা হয়েছে ৬ লাখ ৮১ হাজার কোটি রুপি। যা মোট বাজেটের ১৩.৪৫ শতাংশ এবং গত অর্থবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। এতে নতুন সামরিক সরঞ্জাম কেনা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেন। বিশেষ করে, ভারতের উপকূল বাহিনী এবং স্থল বাহিনীকে আধুনিক করার জন্য এসব অর্থ ব্যয় করা হবে।