দেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও দাবি বিবেচনা করে চলমান ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে চলতে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আবারও নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ডিসেম্বরেও একই ধরনের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ রকম অবস্থায় কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়াই এবার সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছভুক্ত হয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে। ২৫ এপ্রিল গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় দোদুল্যমান থাকায় কয়টি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে, তা এখনো চূড়ান্ত করা যায়নি। এর মধ্যে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষে যুগ্ম সচিব শারমিনা নাসরীনের সই করা এক চিঠিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে চলতে উপাচার্যদের বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। একটি শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হিসেবে এ পদ্ধতি শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ জনগণের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।