বান্দরবানের লামার বমুখাল এলাকায় তামাক খেতের সাতজন মালিক-শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে সরই ইউনিয়নের দুর্গম বমুখাল থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে কারা তাদের অপহরণ করেছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তার জানা নেই। তবে এক অপহৃতের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। ওসি জানান, অপহরণের খবর পেয়ে গতকাল দুপুর থেকে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অপহৃতদের মধ্যে তামাক খেতের মালিক মো. আমিন (৩৫) ও তার ১৪ বছরের শিশুপুত্র মো. সাকিব ছাড়া অন্য শ্রমিকরা হলেন- মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।
এদিকে অপহৃতদের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তামাক খেতের মালিক মো. আমিন তার একজন শ্রমিকের মোবাইল ফোন থেকে জানিয়েছেন, ৫ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ পেলে অপহরণকারীরা তাদের ছেড়ে দেবে।
স্থানীয় সূত্রগুলো জানায়, বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সশস্ত্র গ্রুপগুলো এ মৌসুমে তামাক কোম্পানি, তামাক চাষি এবং ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না পেলে তারা বিভিন্ন স্থানে অপহরণের ঘটনা ঘটিয়ে মুক্তিপণ আদায় করে।