হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, সংস্কার কমিশনে যারা আছেন প্রত্যেকেই একেকজন তসলিমা নাসরিন। এই প্রস্তাবনা (নারী কমিশনের) বাতিল করলেই হবে না। কমিশন বাতিল করতে হবে। তারা আল্লাহর কোরআনকে সরাসরি কটাক্ষ করেছেন। এই ধরনের কটাক্ষকারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একজনও যেন বাংলাদেশে না থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
গতকাল বিকালে নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, নারী কমিশন তাদের প্রস্তাবনায় বলেছে- নারী অধিকারের ক্ষেত্রে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে কোরআন হলো প্রতিবন্ধক, ধর্মীয় আইন হলো প্রতিবন্ধক। তারা চাচ্ছে উত্তরাধিকার এবং পারিবারিক আইনের ক্ষেত্রে সব ধর্মের অভিন্ন আইন প্রণয়ন করতে। অর্থাৎ এক আইন অনুযায়ী সব ধর্মের লোকদের বিয়ে হবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আবদুল হামিদ মধুপুরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবদুল কাদির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের জিহাদী প্রমুখ।