জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে একমত পোষণ করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন চান তারা। তাছাড়া পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়েও মত দিয়েছেন উভয় দলের নেতারা।
গতকাল বিকালে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন দুই দলের শীর্ষ নেতারা। বিকাল ৩টায় শুরু হয়ে সংলাপ চলে ৪টা পর্যন্ত। ব্রিফিংয়ের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন ও এর আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও আমরা একমত হয়েছি। জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচার এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী শক্তির বিরুদ্ধেও একসঙ্গে কাজ করবে দুই দল।
তিনি বলেন, স্বাধীনতার পর যারাই রাষ্ট্র শাসন করেছেন, কেউই দেশপ্রেমিক শক্তি ছিলেন না। আমরা চাই আগামীতে দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকব। নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানান চরমোনাই পীর। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন বলেও জানান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আগামীতে তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সঠিক হবে না। তাই আমরা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা মনে করি সংস্কার কাজ চলবে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিও চলবে। তাই এ সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ একমত হয়েছে। কারণ স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় জনগণ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।
তিনি বলেন, ইসলামি মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু আমরা মানব না। নারী সংস্কার কমিশনে ইসলামবিরোধী কিছু থাকলে তাও আমরা সমর্থন করব না।