সৌদি আরবে ২০২৫ সালের হজযাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করেছে সরকার। নিয়ম অনুযায়ী হজের উদ্দেশে বৈধ নথি বা পারমিট ছাড়া যেসব যাত্রী সৌদিতে যাবেন, তাদের থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল, মোটেল, রেস্টহাউস এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি সৌদির পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। যা আগামী ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এবং হজ শেষ হওয়ার পর পর্যন্ত চলবে। এ ছাড়া মক্কার আবাসিক এলাকাগুলোয় নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে নির্দেশনা মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করা যায়। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সৌদির পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে সরকারের মতে, জননিরাপত্তা এবং হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিকদের এবং স্থানীয় বাসিন্দাদের এ নিয়ম মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনিব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।