সাবেক ব্যাংকার ড. ইকবাল কবীর মোহন বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক বৃদ্ধির ফলে খেলাপি ঋণ বেড়ে যাবে। তৈরি পোশাক রপ্তানিকারকরা ব্যাংক থেকে মূলধন নিয়ে ব্যবসা করেন, ব্যবসা কমে গেলে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবেন। এতে বেড়ে যাবে ঋণখেলাপির হার, যা ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলবে। ইকবাল কবীর মোহন বলেন, এমনিতেই বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে রয়েছে। পোশাক রপ্তানিতে সংকট তৈরি হলে ব্যাংকিং খাত আরও তীব্র সংকটে পড়বে, যা সামাল দেওয়া কঠিন হবে। আমাদের মনে রাখতে হবে, পোশাক খাত ক্ষতিগ্রস্ত হলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা যেমন সুতা তৈরির কারখানা (স্পিনিং) ও এক্সেসরিজ কারখানা ইত্যাদি সংকটে পড়বে। এই পরিস্থিতি তৈরি হলে ব্যাংকসহ জাতীয় অর্থনীতির ভিতও নড়ে উঠবে এবং এতে দেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে। তিনি আরও বলেন, এই শুল্কনীতির ফলে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বাড়তি শুল্ক ঘোষণার ফলে মার্কিন মুলুকেও পণ্যের দাম বৃদ্ধি পাবে। ফলে মূল্যস্ফীতি দেখা দেবে। এর প্রতিক্রিয়ায় তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। তাই দেশের আমদানিও কমে যাবে। ফলে রপ্তানিকারক দেশগুলোর সমস্যা বাড়বে। বাংলাদেশও এর বাইরে থাকবে না। আমাদের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ শতাংশ। এই বৃদ্ধির কারণে দ্বিতীয় স্থানে থাকা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে আমাদের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পোশাক খাতে প্রথম ধাক্কায় যেসব রপ্তানি আদেশ পোশাক মালিকদের হাতে আছে তারা বেশি ক্ষতির মধ্যে পড়বেন। দীর্ঘমেয়াদে রপ্তানি আদেশ কমে গেলে আমাদের চলমান ২৫০০ থেকে ২৬০০ পোশাক কারখানায় উৎপাদন কমে যাবে। এতে শ্রমিক ছাঁটাইয়ের মতো সংকট তৈরি হতে পারে, ফলে বাড়বে বেকারত্ব। আর এতে বাড়বে সামাজিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা।
শিরোনাম
- সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক
- ব্যক্তির সঙ্গে সমষ্টির অসম বিভাজন
- ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
- কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ
- মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
- রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
- বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার
- পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- রৌমারীতে বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি
- ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে : এ্যানি
- বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
- যশোরের অগ্নিকাণ্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ ভস্মীভূত
- সংস্কারের পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
- পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান
- ফয়জুল করীমকে মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন
- চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
- ‘বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত’
- আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে
- চট্টগ্রামে বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি
খেলাপি ঋণ বৃদ্ধি পাবে
ড. ইকবাল কবীর মোহন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর