টাঙ্গাইল শহরের সবুজবাগ বাগানবাড়ীতে অবস্থিত ইয়ং ইকোনমিক সোসাইটি (ইয়েস) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাহকদের আমানতের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে ওই সংস্থার আমানতকারীরা উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ওই সংস্থার বাগানবাড়ী শাখার সাবেক হিসাবরক্ষক ও আমানতকারী নিতাই চন্দ্র রায় লিখিত বক্তব্যে জানান, ‘অধিক লাভের প্রলোভন দেখিয়ে ইয়েস-এর ৯টি শাখার মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আমানত ও সঞ্চয় সংগ্রহ করা হয়। এর মধ্যে শুধু শহরের সবুজবাগ বাগানবাড়ীর প্রধান শাখা থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। চলতি বছরের শুরুতে আমানতকারীদের জমানো টাকা ফেরত না দিয়ে সব কটি শাখার কার্যক্রম বন্ধ করে নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন পালিয়ে বেড়াচ্ছেন। কোনো কোনো গ্রাহক তার দেখা পেলেও টাকা ফেরত দেওয়ার তারিখ দিয়ে আবার পালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।’
সংবাদ সম্মেলনে জমাকৃত টাকা ফেরত পেতে আমানতকারীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ২৫ জনের বেশি আমানতকারী উপস্থিত ছিলেন। ইয়ং ইকোনমিক সোসাইটির (ইয়েস) নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।