নতুন বছর ২০২৫ সালের প্রথম দিনে গতকাল শেয়ারবাজারে সামান্য উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৮৫টির এবং ৮০টির দাম অপরিবর্তিত থাকে। এর পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৮ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা। সে তুলনায় লেনদেন কমেছে ৪৩ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ১১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রবির ১৮ কোটি ৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ১৮ লাখ টাকা।