ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান! এমনই দাবি করেছে ইরান রেভুলিউশনারি গার্ড কর্পসের একটি সূত্র। তাদের দাবি, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ছকেই পেজেশকিয়ানকেও হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে সামান্য আঘাত লাগা ছাড়া কোনো ক্ষতি হয়নি ইরানি প্রেসিডেন্টের।
এ বিষয়টি আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। তবে তখন তার আহত হওয়ার খবর প্রকাশ করা হয়নি। এদিকে শনিবার ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ১৭ জুন ইরানের জাতীয় নিরাপত্তাবিষয়ক সুপ্রিম কাউন্সিলের সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট মাসুদ। সে সময় বৈঠকের স্থান লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে সামান্য আহত হন পেজেশকিয়ান।
ওই বৈঠকে আরও তিন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তাদের নিয়ে পশ্চিম তেহরানের ভূগর্ভস্থ একটি স্থানে বৈঠক করছিলেন মাসুদ। ফার্স নিউজ বলছে, মাসুদ পেজেশকিয়ানকে হত্যা করতে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ফেলেছে দখলদাররা।
গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইজরায়েল। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশ পথে হামলা চালানো হয়। -পার্স টুডে