ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফের নিশ্চিত করেছেন যে ইসলামি প্রজাতন্ত্র কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছে। বৃহস্পতিবার এক ফোনালাপে পেজেশকিয়ান ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর জোর দিয়ে একথা বলেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় আরব নিউজ। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটেনি। আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে। প্রেসিডেন্ট এ সম্পর্কে আরও বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে।-পার্সটুডে।
অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যেকোনো সময় সেখানে প্রবেশের অনুমতি রয়েছে। তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতিও ব্যক্ত করেছেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমরা কোনো দেশের সঙ্গে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও কোনো ধরনের দ্বিধা করব না। এ বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জোর দেন তিনি। পেজেশকিয়ান তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং অগ্রগতি নিশ্চিত করবে এবং ফিলিস্তিনসহ কিছু জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধ করবে। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে মুসলিম দেশগুলো একে অপরের সঙ্গে সহযোগিতা করে এই অঞ্চলে সর্বোত্তম উপায়ে নিরাপত্তা এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে। পার্সটুডে।