তাইওয়ানকে ভুলভাবে চিহ্নিত করা এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপগুলোকে বাদ দেওয়ার অভিযোগে প্রায় ৬০ হাজার ম্যাপ বাজেয়াপ্ত করেছে চীনা কাস্টমস কর্তৃপক্ষ।
চীনের পূর্বের শানডং প্রদেশে এই বিপুল সংখ্যক ম্যাপ বাজেয়াপ্ত করা হয়। ম্যাপগুলি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছিল।
কর্তৃপক্ষ এই ম্যাপগুলিকে সমস্যাযুক্ত হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, এই ম্যাপ চীনের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করে তুলছে, ফলে এগুলো বিক্রি করা যাবে না।
ম্যাপগুলিতে স্বশাসিত তাইওয়ানকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। বেইজিং তাইওয়ানকে তাদের নিজেদের ভূখণ্ড তাইওয়ান প্রদেশ বলেই মনে করে, যদিও তাইওয়ান নিজেদের একটি স্বতন্ত্র ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখে। দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জগুলি এই ম্যাপ থেকে বাদ দেওয়া হয়েছে।
ম্যাপগুলিতে নাইন-ড্যাশ লাইন দেখানো হয়নি। এই রেখার মাধ্যমেই চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশটিকে নিজেদের বলে দাবি করে। চীন এবং জাপানের মধ্যবর্তী সামুদ্রিক সীমানা ও সঠিকভাবে চিহ্নিত করা হয়নি।
ম্যাপের মাধ্যমে আঞ্চলিক দাবি-দাওয়া তুলে ধরা চীনের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে, যেখানে চীন, ফিলিপাইন, ভিয়েতনামসহ বিভিন্ন প্রতিবেশী দেশের মধ্যে সমুদ্র ও দ্বীপ নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে।
সম্প্রতি চীন এবং ফিলিপাইনের জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। এমনকি, ২০২৩ সালের বার্বি সিনেমাতেও নাইন-ড্যাশ লাইন দেখানোয় ভিয়েতনাম সিনেমাটি নিষিদ্ধ করেছিল এবং ফিলিপাইন সেন্সর করেছিল।
চীনা কাস্টমস জানিয়েছে, এর আগেও তারা সমস্যাযুক্ত ম্যাপ বাজেয়াপ্ত করেছে। তবে শানডং-এ একবারে ৬০ হাজার ম্যাপ বাজেয়াপ্তের ঘটনা অতীতের সমস্ত সংখ্যাকে ছাপিয়ে গেছে। নিয়ম অনুযায়ী, পরিদর্শনে ব্যর্থ হওয়া পণ্যগুলি ধ্বংস করে ফেলা হয়। এর আগে কিংশাও বিমানবন্দরের কাস্টমস ১৪৩টি নৌ-চার্ট এবং হেবেই প্রদেশে ভুলভাবে আঁকা তিব্বতের সীমানা সম্বলিত ম্যাপ বাজেয়াপ্ত করেছিল।
তবে বাজেয়াপ্ত হওয়া এই বিপুল সংখ্যক ম্যাপগুলি বিশ্বের কোন দেশে রপ্তানি হওয়ার কথা ছিল সে বিষয়ে চীনা কাস্টমস কোনো তথ্য প্রকাশ করেনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল