গাজায় জাতিসংঘ কর্মীদের শিবিরে ইসরায়েল বাহিনীর উপর্যুপরি হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার আন্তর্জাতিক কর্মীদের এক তৃতীয়াংশ প্রত্যাহারের ঘোষণা দিল জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এমন ঘোষণাকালে বলেছেন, যুদ্ধ বিরতির পর ইসরায়েলি বাহিনীর হামলায় নারী-শিশুসহ শতশত ফিলিস্তিনি হতাহত হবার সময়ে মানবিক কারণে জাতিসংঘ কর্মীগণের উপস্থিতির বিশেষ প্রয়োজন সত্ত্বেও অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে নিরাপত্তাজনিত কারণে।
২০২৩ সালে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর এটাই জাতিসংঘ কর্মীদের সরিয়ে নেয়ার প্রথম ঘটনা। যদিও কিছু কর্মী এখনো রাখার সিদ্ধান্তে অটল রয়েছে জাতিসংঘ। মহাসচিব বলেছেন, জাতিসংঘ গাজা ত্যাগ করছে না। সেখানকার বেসামরিক নাগরিকের নিরাপত্তা ও বেঁচে থাকার প্রশ্নে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করছি।
জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেছেন, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত জাতিসংঘের ২৮০ জন কর্মী নিহত হয়েছেন। অন্যকোন দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত দেশ বা অঞ্চলে এমন পরিস্থিতির ভিকটিম কখনো হয়নি জাতিসংঘের কর্মীরা।
মহাসচিবের মুখপাত্র স্টিফেনি ডুজারিক বলেছেন, সামনের সপ্তাহের মধ্যেই শ’খানেকের মত কর্মী গাজা ত্যাগ করবেন। আরো কিছু কর্মীকে প্রত্যাহার করা হতে পারে সামনের দিনগুলোতে। তবে জাতিসংঘে কর্মরত স্থানীয় ফিলিস্তিনিরা মানবিক দায়িত্ব অব্যাহত রাখবেন।
বিডি প্রতিদিন/নাজমুল