ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জুলফিকার এবং প্যালেস্টাইন ২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই হামলা চালানো হয়েছে।
সারি উল্লেখ করেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে।
সারি বলেন, আমেরিকান যুদ্ধজাহাজের উপর গত ২৪ ঘণ্টায় দুইটি আক্রমণ চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।
সারি বলেন, গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলবিরোধী অভিযান অব্যাহত রাখবে হুথি।
সারি আরও বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল