সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দেশটির ভারপ্রাপ্ত শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল ক্রিস গ্রেডি এই সপ্তাহে পেন্টাগনে সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ আল-রুওয়াইলির সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান-এর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
অ্যাডমিরাল গ্রেডি বর্তমানে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিকিউ ব্রাউন-কে বরখাস্ত করার পর নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই সামরিক কর্মকর্তা মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি, সিরিয়া, লেবানন ও গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও কথা বলেন।
মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জেরিয়েল ডোরসি এক বিবৃতিতে বলেন, অ্যাডমিরাল গ্রেডি সৌদি আরবের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিনের অংশীদার, এবং উভয় দেশই মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার পেন্টাগনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অংশ নেন।
পেন্টাগন জানিয়েছে, প্রিন্স খালিদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ শিগগিরই সৌদি আরব সফর করবেন।
বৈঠকে উভয় পক্ষ সৌদি-মার্কিন সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে, হেগসেথ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ঠেকাতে এবং হুতি বিদ্রোহীদের ক্ষমতা নির্মূল করতে মিত্রদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল