গাড়ি, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠসহ বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিয়ামিতে একটি বৈদেশিক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আগামী এক মাসের মধ্যে বা তারও আগে আমি গাড়ি, সেমিকন্ডাক্টর, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠ এবং সম্ভবত আরও কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করতে যাচ্ছি।’
যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে, বিশ্লেষকরা বলছেন, একের পর এক এভাবে শুল্ক আরোপের ঘোষণায় হুমকির মুখে পড়বে বিশ্ববাণিজ্য।
বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর ছাড় পাস করানোর জন্যও কাজ করবেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা পরিবার, শ্রমিক ও কোম্পানির জন্য ব্যাপকভাবে কর হ্রাস করব। বকশিস, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং ওভারটাইম কাজের ওপরও কোনো কর থাকবে না।’
ট্রাম্প আরও বলেন, তিনি দেশের সব তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর ‘বেশ উল্লেখযোগ্যভাবে’ কমাবেন। দ্রুত স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ পূরণ করারও প্রতিশ্রুতি দেন তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ