২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গতকাল পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর। মূলত এদিক থেকেই ‘বুথ লেভেল অফিসার’রা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে জরিপের কাজ শুরু করেছেন। পশ্চিমবঙ্গের সঙ্গেই আটটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলেও এদিন থেকেই এসআইআরের কাজ শুরু হলো। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এসআইআরের মূল লক্ষ্যই হলো মৃত, অবাঞ্ছিত বা ভুয়া ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। শেষ বার ২০০২ সালে রাজ্যে এসআইআর হয়েছিল। প্রায় ২৩ বছর পর এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা নিয়েই যত বিতর্ক।
গতকাল বিজেপিকে নিশানা করে মমতা বলেন, বাংলার ওপর খুব রাগ। তার কারণ ওরা জানে সব রাজ্যকে কব্জা করতে পারলেও বা বোকা বানাতে পারলেও বাংলাকে পারবে না। তার কারণ ব্রিটিশ আমলে কলকাতা ভারতের রাজধানী ছিল। তারা বাংলার সঙ্গে পেরে না উঠতে পেরে দিল্লিতে রাজধানী সরিয়ে নিয়ে যায়। কারণ বাংলার মানুষ বেশি আন্দোলন করে, প্রতিবাদ করে। আসলে কেন্দ্রের এই সরকার যেনতেনভাবে দুই কোটি মানুষের নাম বাদ দিতে চাইছে, পরে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে, না হয় বাংলাদেশে পাঠিয়ে দিয়ে কোনোরকম ক্ষমতা দখল করবে। কিন্তু আমরা তা হতে দেব না। একজন ভোটারের নাম বাদ গেলেও বিজেপি সরকারকে ভেঙে দেব।’