তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে। আর এর মধ্য দিয়েই দেশ থেকে চিরতরে বিদায় নেবে খুনগুমের রাজনীতি।’ তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে, তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে।’ রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে উপজেলা সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ।
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা অতীতে নিরপরাধ ছাত্র-জনতাকে হত্যা করেছে এবং গুমখুনে হাসিনার সঙ্গে জড়িত ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে।’ অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে। জুলাই সনদে রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এ সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হবে। এ সরকারের কাজ হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।’
সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বারী, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ সর্বস্তরের সুধী। পরে প্রধান অতিথি রামগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাঁদের অনুদান প্রদান করেন। দুপুরে রামগঞ্জের প্রয়াত এমপি সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম পিন্টু, উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আবুল হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, বড় ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমসহ অনেকে।