ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে ভাঙ্গা মহিলা কলেজের মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লা।
ভাঙ্গা লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে সোবাহান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিক, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান, নুরুননাহার বেগম ও মিঞা মো. এনায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডের মোট ৩০ শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমরা আশাবাদী। শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।
তাঁরা আরও বলেন, যারা এবার বৃত্তি পায়নি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও মনোযোগী হতে হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল