পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা দিয়েছেন, ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে, তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংবিধান ও আইনের আওতায়। আমরা সংঘাত চাই না, চাই ন্যায়বিচার। আমাদের দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করছি।’ ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান, যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। সেই দিনটিকে সামনে রেখে এবার দলজুড়ে শুরু হচ্ছে নতুন আন্দোলনের ডাক। আসাদ কায়সার বলেন, ‘ইমরান খানের মুক্তি চাইলে এক ঘণ্টার মধ্যেই তা সম্ভব, কিন্তু তিনি কোনো আপস করবেন না।’ এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান দলের সব নেতা-কর্মীকে অভ্যন্তরীণ বিভেদ ভুলে একমাত্র লক্ষ্য হিসেবে ৫ আগস্টের আন্দোলনে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন। এদিকে, পিটিআই নেতার নির্দেশে খাইবার পাখতুনখাওয়া (কে-পি) প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। কে-পি সরকারের মুখপাত্র ফারাজ মুগল জানান, ‘প্রাদেশিক সরকার পুরোপুরি পিটিআই প্রতিষ্ঠাতার আস্থাভাজন।
-জিও নিউজ
তিনি চাইলে গান্ডাপুর সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন।’ তবে গান্ডাপুরের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কি না, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো ইমরান খানের পক্ষ থেকে আসেনি।
সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, ইমরান খান বলেছেন- ‘যদি আলি আমিন গান্ডাপুর শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে তাকে সরে দাঁড়াতে হবে।’
উল্লেখ্য, পিটিআই ৫ আগস্ট দেশব্যাপী কর্মসূচি পালন করতে যাচ্ছে-এমন এক সময়ে যখন পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট একসঙ্গে তীব্র আকার নিচ্ছে। এ প্রেক্ষাপটে আন্দোলনটি কতটা প্রভাব ফেলবে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।