ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত অবরোধ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দীর্ঘ সাত ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন ছাত্রদল নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ছাত্রদলের নেতারা বলেন, অবিলম্বে সাম্য হত্যার বিচার করতে হবে। তা না হলে যমুনা ব্লকেড করা হবে।
এদিন সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিকাল ৫টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এ দিনের মতো অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির দাবি জানান। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। আর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করুন। দ্রুত বিচার নিশ্চিত করুন। সাম্য হত্যার বিচার না হলে যমুনা ব্লকেড করা হবে। ছাত্রদল শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে উল্লেখ করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা সব সময় শান্ত থাকব না। আমরা মাসের পর মাস আমার ভাই হত্যার বিচার পাব না সে ধরনের বাংলাদেশ আমরা চাই না। সেজন্য অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। এ ঘটনায় সরকারের সদিচ্ছার আহ্বান জানাচ্ছি। তাদের সদিচ্ছা থাকলে তদন্তে আরও গতি আসবে এবং দায়ীরা শাস্তি পাবে। শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ, ঢাকা মহানগর পূর্বসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। আর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রাজধানীর সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর পশ্চিমসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা অবস্থান নেন।