রাষ্ট্র সংস্কারের প্রস্তাব বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আজ মতামত জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান সংস্কারে গণপরিষদ, অন্যান্য সংস্কারে নির্বাচনের আগে অধ্যাদেশ জারি-এ দুই পদ্ধতিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জোর দেবে দলটি। জেনজিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে ভোটার হতে ১৬ এবং সংসদ সদস্য প্রার্থী হতে ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাব জানাবে তারা। গতকাল রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
দলের সংস্কারবিষয়ক সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে জানা যায়, আজ বেলা ২টায় এনসিপির প্রতিনিধিদল সংস্কার প্রস্তাব জমা দেবে। দলের অবস্থান নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে ঈদের পর তাদের আলোচনা হতে পারে।
সংস্কারবিষয়ক সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আমরা দেখেছি যে তারা মোট ছয়টি পদ্ধতিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথা বলেছে। বেশির ভাগ মতামতের ক্ষেত্রে দুটি পদ্ধতিতে স্থির থেকেছি। একটি হচ্ছে ‘নির্বাচনের আগে অধ্যাদেশ’ এবং অন্যটি ‘গণপরিষদ’ কিংবা ‘গণপরিষদ হিসেবে আইনসভা ও নির্বাচিত সংসদ’।” তিনি বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানের পর ’৭২-এর সংবিধান আর কার্যকর নেই। আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন সংবিধান লেখা উচিত।’
এনসিপির এই নেতা বলেন, ‘যেসব সংস্কার সংবিধান সম্পর্কিত নয় সেগুলোর ক্ষেত্রে আমরা বলেছি নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমেই করা যেতে পারে। এদিকে ঐকমত্য কমিশন বলেছে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১১টি সংস্কার কোনো সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব এবং এগুলো প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু এগুলোর কোনো কোনো বিষয়ে আমাদের প্রশ্ন রয়েছে যেগুলো আমরা মতামত জমাদানকালে জিজ্ঞাসা করব।’ পুলিশ সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের স্প্রেডশিট কেন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো না, এ বিষয়েও জবাবদিহি করার কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে এনসিপি।
কারণ এবারের আন্দোলনকে প্রায় সারা বিশ্বে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। অভ্যুত্থান-পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এ নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধু বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে, এটা এনসিপি যৌক্তিক মনে করে না। এনসিপি ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দেবে। তা ছাড়া সংবিধান সংস্কার কমিশন চায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর। এনসিপি মনে করে, এটা খুবই কম বয়স। এটা ২৩ বছর হতে পারে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সমন্বয় কমিটির সদস্য মনিরা শারমিন, জাবেদ রাসিন, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।