রাজধানীর উত্তরখানে নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০)। রবিবার দিবাগত রাতে উত্তরখানের তার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর গতকাল বিকালে গুলশান লেকভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আহম্মদ আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। তার মুখম লসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ছয়-মাস যাবৎ তিনি উত্তরখান মাজার রোড পুরানপাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দু-এক দিন আগে তাঁর বাসায় মেহমান আসে। একজন ছেলে, একজন মেয়ে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লেকভিউ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ‘নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকেন। তবে তাদের সঙ্গে সাইফুর রহমানের কোনো যোগাযোগ ছিল না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। খুব শিগগিরই আমরা খুনিদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।