ঢাকার ধামরাইয়ে দিনদুপুরে সাবেক এক ইউপি সদস্যকে দুই চোখ উপড়ে, কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের ‘আকসিরনগর আবাসন’ প্রকল্পের ভিতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।
নিহত বাবুল হোসেন (৫০) ওই মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য ছিলেন। খবর বিডিনিউজ
নিহতের ভাতিজা মাহিন হাসান বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এলাকার আরশাদ, শওকত, শরিফ, আসাদ, মনিরসহ আরও কয়েকজন লোহার পাইপ, হাতুড়ি, চাকু দিয়ে আঘাত করে ও চোখ খুঁচিয়ে আমার চাচাকে হত্যা করেছে। তিনি বলেন, চাচা আকসিরনগর আবাসন প্রকল্পের হয়ে কাজ করতেন। সকাল থেকে তারা ওই হাউজিংয়ের ভিতরে সরিষার গাছ শুকাচ্ছিলেন। জুমার নামাজের সময় আমার চাচি চাচার জন্য খাবার আনতে বাসায় যান। তিনি ফিরে এসে দেখেন হামলাকারীরা চাচাকে রক্তাক্ত জখম করেছে। চাচি তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে। পরে তিনি দৌড়ে পাশের মসজিদে গিয়ে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে চাচাকে উদ্ধার করি। পরে তাকে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, তিনি ও তার স্বামী আকসিরনগর আবাসন প্রকল্পে সরিষা শুকাচ্ছিলেন। এ সময় এলাকার কিছু লোক সেখানে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে তার স্বামীকে কুপিয়ে হত্যা করে।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, বিকাল ৩টার দিকে মৃত অবস্থায় বাবুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। নিহতের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
আকসিরনগর আবাসন কোম্পানির মালিক তৌহিদুল ইসলাম দাবি করেন, বাবুল হোসেন দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধে সাবেক ইউপি সদস্য বাবুলকে হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।