বাংলা ভাষা শিখতে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এসেছিলেন চীনা ছাত্র ইফ্যন। ভাষা শিখতে এসে বাংলাদেশের সংস্কৃতি ও বিভিন্ন সময় ছাত্রদের মিছিলে দাবি জানানোর বিষয়টি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বলে জানান তিনি।
গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে ভাষা শেখার যাত্রায় বাংলাদেশকে আবিষ্কার করার কথা জানান এই চীনা ছাত্র।
ইফ্যং বলেন, বাংলা ভাষা শেখার প্রতি আমার সবসময়ই বিশেষ আগ্রহ কাজ করত। বাংলাদেশে আমি মাত্র তিন মাস ছিলাম। এই সময়ের মধ্যে আমি কিছু কিছু শিখতে পেরেছি। আমার বাংলা লেখার দক্ষতা আছে, তবে শুনে বুঝতে একটু সমস্যা হয়। বাংলাদেশে যখন ছিলাম, বেশি বেশি বাংলাদেশের মানুষের কথা শুনতাম। সবটা না বুঝতে পারলেও কিছু কিছু বুঝতে পারতাম আর আনন্দিত হতাম। তিনি বলেন, আমার সঙ্গে আমার অন্য চীনা বন্ধুরাও ছিল। আমরা কিছু বাংলা গান আর বাংলা কবিতাও শিখেছিলাম। আমি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থানগুলোর একটি কক্সবাজারও ঘুরেছি। অনেক আনন্দের সময় কাটিয়েছি সেখানে। বাংলাদেশের খাবারও আমার খুব প্রিয়। এ ছাড়া, বাংলাদেশের মানুষের হাস্যোজ্জ্বলভাব, মজা করার বিষয়টি অনেক ভালো লাগে। তাদের কাছ থেকে জীবনকে ভিন্নভাবে উপলব্ধি করার শিক্ষা পাই। বাংলা সংস্কৃতি ও ছাত্রদের মিছিলে যাওয়ার প্রতি ভালো লাগা জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার খুব প্রিয় জায়গা। সেখানে ছাত্রদের পড়াশোনা, সংস্কৃতি চর্চা পাশাপাশি মিছিল করতেও দেখেছি। মিছিলে তারা তাদের দাবির কথা জানাতো। এগুলো আমার অন্যরকম ভালো লাগত। তাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই নিজের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার। আমি সবসময় তাদের কথা মনে রাখব।