সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা মহাসমাবেশের ডাক দিয়েছেন। আজ সকাল সাড়ে ৯টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি চাকরিপ্রার্থীদের এক সংবাদ সমেম্মলনে বলা হয়, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং নারী শিক্ষকদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং চাকরিতে যোগদানের দাবিতে রবিবার মহাসমাবেশ করা হবে। ঘোষণা অনুযায়ী গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের নিয়োগ হয়েছিল ২০২৩ খ্রিস্টাব্দের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগপ্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়।’