১৩ বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি আদালতে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নৃশংসভাবে খুন হন এ সাংবাদিক দম্পতি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত ১১৫ বার সময় নেওয়া হয়েছে। চারবার বদল হয়েছে তদন্ত সংস্থা। এরপর গত ২৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে ওই দিন তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ২ মার্চ ধার্য করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এখনই তদন্তের অগ্রগতি নিয়ে কিছু বলা যাবে না। তদন্ত সাপেক্ষে আমরা যথাসময়ে প্রতিবেদন দাখিল করব।