বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে। গণহত্যার বিচার হলে শহীদের আত্মা শান্তি পাবে। আহতরা একটু শান্তি খুঁজে পাবে। ১৮ কোটি মজলুম মানুষ খুশি হবে।
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে গতকাল বিকালে আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার আমির ডা. ফজলুর রহমান সাঈদ।
সম্মেলনে তিনি বলেন, সমাজের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। তারা এক মাসের মধ্যে দেড় থেকে ২ হাজার মানুষ খুন করলেন। যেনতেনভাবে আমাদের ক্ষমতায় বসানোর জন্য তারা জীবন দেননি। তারা জীবন দিয়েছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। মানবিক বাংলাদেশ তারা দেখতে চান। দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চান। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক, তা তারা দেখতে চান।
তিনি বলেন, তাই যদি করতে হয়, তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী ৫ তারিখেই বলে দিয়েছে- এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার করার জন্য। তাড়াহুড়ো করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না। কেউ তাড়াহুড়ো করে ক্ষমতায় যাক, সেটাও আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহতায়ালা যাকে সুযোগ দেবেন, জনগণ যাদের ভালোবাসবে এবং সমর্থন দেবে, তারা যেন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পান। প্রয়োজনীয় সংস্কার করেই গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই।